শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ১২ ডিসেম্বর ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
শেয়ার

হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে


Osman Hadi Evercare

রাত ৮টার সামান্য পরে তাকে বহনকারি অ্যাম্বুল্যান্সটি এভারকেয়ারে প্রবেশ করে

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। আজ (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেলে তার প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করা হয়। হাদিকে বহনকারী অ্যাম্বুল্যান্সটি সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে বের হয়ে এভারকেয়ারের দিকে রওনা হয়। রাত ৮টার সামান্য পরে তাকে বহনকারি অ্যাম্বুল্যান্সটি এভারকেয়ারে প্রবেশ করে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বেলা ২টা ২৫ মিনিটের দিকে হামলাটি ঘটে বলে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন। মোটরসাইকেলে এসে হামলাকারীরা গুলি করে পালিয়ে যায়।