শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১২ ডিসেম্বর ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
শেয়ার

হাদির অবস্থা ‘খুবই ক্রিটিক্যাল, তবে তিনি বেঁচে আছেন’


jahid-raihan

ডা. জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে ঢামেকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান জানিয়েছেন, হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি বলেন, “তার কন্ডিশন খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই।”

হাসপাতালে নিয়ে আসার পরও হাদির ‘সাইন অব লাইফ’ বা জীবিত থাকার লক্ষণ লক্ষ্য করা গেছে। ডা. জাহিদ রায়হান আরও জানান, অস্ত্রোপচার চলাকালীন সময় এনেসথেশিয়া বিশেষজ্ঞরা হাদির নিজস্ব শ্বাসপ্রশ্বাসের শক্তি লক্ষ্য করেছিলেন। “এফোর্ট আছে, অর্থাৎ নিজস্ব শ্বাসপ্রশ্বাসের প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। এখনো কিন্তু উনি বেঁচে আছেন।”

অস্ত্রোপচারের সময় হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণও হয়েছে। তিনি জানান, “উনার নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলব না, তবে উনি এখনো বেঁচে আছেন। বাকিটা আল্লাহর ইচ্ছা।”

উন্নত আইসিইউ সাপোর্টের প্রয়োজন হওয়ায় হাদির স্বজনরা তাকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। রাত ৮টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

হাদির এই সংকটাপন্ন পরিস্থিতিতে চিকিৎসকরা সব ধরনের তৎপরতা চালাচ্ছেন এবং পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণাধীন।

এর আগে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বেলা ২টা ২৫ মিনিটের দিকে হামলাটি ঘটে বলে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন। মোটরসাইকেলে এসে হামলাকারীরা গুলি করে পালিয়ে যায়।

মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সূত্র: বিবিসি বাংলা