শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ৮ ডিসেম্বর ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন
শেয়ার

সৈনিক পদে নিয়োগে বয়সসীমা বাড়াল সেনাবাহিনী


Bangladesh Army

সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এই তথ্য জানানো হয়

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের বয়সসীমায় পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী ২০২৬ সাল থেকে সাধারণ ট্রেডে ১৭ থেকে ২২ বছর এবং টেকনিক্যাল ট্রেডে (টিটি) ১৭ থেকে ২৩ বছর বয়সী তরুণরা আবেদন করতে পারবেন।

রবিবার সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এই তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, আগের তুলনায় বয়সসীমা বাড়ানো হয়েছে যাতে বেশি সংখ্যক যোগ্য তরুণ সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পান।

২০২৬ সাল থেকে কার্যকর এই নতুন বয়সসীমা নিয়োগ–সংক্রান্ত নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।