শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
সেতু ইসরাত রাজধানী ৭ ডিসেম্বর ২০২৫, ৭:১৩ অপরাহ্ন
শেয়ার

৬ সফল উদ্যোক্তা পেলেন ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫’


SME Award

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছয়জন সফল উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫’ দেওয়া হয়েছে

দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের চালিকাশক্তিকে সম্মান জানাতে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছয়জন সফল উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫’ দেওয়া হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার বিতরণীর মাধ্যমে এসএমই ফাউন্ডেশন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এই কৃতী উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।

সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান পুরস্কার বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ এবং চেক তুলে দেন। বলেন, এই সম্মাননা শুধু তাদের বিগত দিনের সাফল্যের প্রতিচ্ছবি নয়, বরং আগামীতে নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

​বর্ষসেরা বিজয়ীদের সাফল্যগাথা
বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী): পুরস্কারপ্রাপ্তদের তালিকায় নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন আকারের উদ্যোগের স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন জুয়েনা ফেরদৌস, যার প্রতিষ্ঠান আহ্লাদ ফ্যশনস দেশীয় ফ্যাশন শিল্পে নিজস্বতা ও মান বজায় রেখে সফলভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।

বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (পুরুষ): এই ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন মো. ওয়াহিদুজ্জামান, যিনি তার প্রতিষ্ঠান রিবানা-কে সফলভাবে পরিচালনা করে দেখিয়েছেন যে ক্ষুদ্র পরিসরেও গুণগত মান বজায় রেখে বাজারে নিজেদের স্থান করে নেওয়া সম্ভব।

​ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রেও দুজন উদ্যোক্তা তাদের অসামান্য উদ্যোগের জন্য স্বীকৃতি পেয়েছেন।

বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী): এই ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন মোছাম্মৎ সিরাজুম মুনিরা, যিনি তার প্রতিষ্ঠান সুতার কাব্য-এর মাধ্যমে ঐতিহ্যবাহী শিল্পকে আধুনিক আঙ্গিকে তুলে ধরেছেন।

বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ): এ বছর এই ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন আমান উল্লাহ, তার প্রতিষ্ঠান আমান প্লাস্টিক টয়েজ ইন্ডাস্ট্রিজ-এর মাধ্যমে দেশীয় খেলনা শিল্পে অবদান রাখার জন্য।

​বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ): বৃহৎ পরিসরে এই ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন কাজী মো. মনির হোসেন, যার প্রতিষ্ঠান অপরাজেয় মাঝারি শিল্প খাতে নেতৃত্ব দিচ্ছে।

এছাড়াও, নতুন উদ্যোগের ক্ষেত্রে উদ্ভাবনী ভূমিকার জন্য বর্ষসেরা স্টার্টআপ ক্যাটাগরি পুরস্কার পেয়েছেন মো. মাহফুজুল হক, তার প্রযুক্তিভিত্তিক সেবা প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল-এর জন্য।

​নারী-উদ্যোক্তাদের জয়জয়কার
​এই মেলায় মোট অংশগ্রহণকারী প্রায় সাড়ে তিনশ’ এসএমই প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী-উদ্যোক্তা, যা দেশের এসএমই খাতে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও সফলতার একটি শক্তিশালী ইঙ্গিত বহন করে। পুরস্কারপ্রাপ্তিতে নারী উদ্যোক্তাদের উপস্থিতি তাদের এই ক্রমবর্ধমান সাফল্যেরই প্রতিফলন।

​০৭ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলমান এই মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি পোশাক, হস্তশিল্প, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যসহ বিবিধ দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। একইসাথে, মেলায় আগত উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সরাসরি ঋণ সংক্রান্ত আলোচনা ও পরামর্শ করার সুযোগ পাচ্ছেন, যা এই সফল উদ্যোক্তাদের পদাঙ্ক অনুসরণ করে আরও অনেক নতুন উদ্যোগকে গতিশীল করতে সাহায্য করবে।