শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১২ ডিসেম্বর ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
শেয়ার

‘হাদির অবস্থা গুরুতর, তিনি এখন কোমায় আছেন’


Osman-Hadi

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, “তার মাথায় গুলি লেগেছে। অবস্থা অত্যন্ত গুরুতর, তিনি এখন কোমায় আছেন।”

হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা জানান, তার চিকিৎসার জন্য বি নেগেটিভ রক্ত জরুরি ভিত্তিতে প্রয়োজন। তারা আরও দাবি করেন, হাদিকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা শুনেছি তিনি বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত নই। টিম পাঠানো হয়েছে, নিশ্চিত তথ্য পেলে বিস্তারিত জানানো হবে।”

গুলিবিদ্ধের এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।