
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৯৪৬ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
এই তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৩০ হাজার ৯৪৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এই নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ৬ হাজার ৯০৮ জন পুরুষ ভোটার ও ২৪ হাজার ৩৮ জন নারী ভোটার রয়েছেন।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ৯১ হাজার ৮০৩ জন, কাতারে ২৯ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ২১ হাজার ৭৪৭, যুক্তরাষ্ট্রে ২১ হাজার ১৬৫, মালয়েশিয়ায় ২০ হাজার ৮৮৬, সিঙ্গাপুরে ১৬ হাজার ৬৪, ওমানে ১৪ হাজার ৯৩৫, যুক্তরাজ্যে ১৪ হাজার ৩৩৭, ইতালিতে ১০ হাজার ৫৭৬, কানাডায় ৯ হাজার ৯৯৩, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬২৩, কুয়েতে ৯ হাজার ১৯, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ২৭৯ ও জাপানে ৭ হাজার ১০৫ জন ভোটার নিবন্ধন করেছেন।

































