
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
নির্বাচনের আগে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আওতায় বড় ধরনের রদবদল করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে সারা দেশের ৫২৭টি থানায় নতুন ওসি নিয়োগের জন্য লটারিভিত্তিক পদায়ন কার্যক্রম সম্পন্ন করে পুলিশ সদরদপ্তর। সর্বপ্রথম ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হয়, এরপর সেই তালিকার ভিত্তিতেই লটারির মাধ্যমে কর্মকর্তাদের নাম নির্ধারণ করা হয়। নির্বাচনী দায়িত্ব পালনে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের পদ্ধতি এবার প্রথমবারের মতো অনুসরণ করা হলো।
সদরদপ্তর সূত্র জানায়, লটারিতে ৫২৭ থানায় যাদের নাম উঠে এসেছে, তাদের তালিকায় ‘প্রস্তাবিত’ হিসেবে উল্লেখ করা রয়েছে। তবে এসব পদায়ন শুধু জেলা পর্যায়ের থানাগুলোতে সীমাবদ্ধ; মেট্রোপলিটন এলাকার কোনো থানায় লটারিভিত্তিক ওসি বদলি করা হয়নি।
পুরো তালিকা দেখুন নিচে-










































