
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। এটাই প্রথমবার, সারা দেশে একযোগে লটারির মাধ্যমে থানার ওসি পদায়ন করা হলো।
পুলিশ সদর দপ্তর জানায়, লটারিতে নির্বাচিত কর্মকর্তাদের তালিকায় তাদের নামের পাশে ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার থানাগুলোকে লটারির আওতার বাইরে রাখা হয়েছে; এসব থানায় সংশ্লিষ্ট পুলিশ কমিশনাররাই অভ্যন্তরীণ প্রক্রিয়ায় ওসি নির্ধারণ করবেন।
এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) পদায়ন করা হয়।
পদায়নকৃত ওসিদের রেঞ্জভিত্তিক বণ্টন হলো— ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানা, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানা,
খুলনা রেঞ্জে ১০ জেলায় ৬৪ থানা, ময়মনসিংহ রেঞ্জে ৪ জেলায় ৩৬ থানা, বরিশাল রেঞ্জে ৬ জেলায় ৪৬ থানা,
সিলেট রেঞ্জে ৪ জেলায় ৩৯ থানা, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানা এবং রংপুর রেঞ্জে ৮ জেলায় ৬২ থানা।
পুলিশ সদর দপ্তরের হিসাবে, দেশের মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি থানা লটারি প্রক্রিয়ায় নতুন ওসি পেয়েছে; আর মেট্রোপলিটন এলাকার ১১০ থানায় প্রচলিত পদ্ধতিতেই কর্মকর্তা বদলি ও নিয়োগ দেওয়া হবে।
বদলিকৃত কর্মকর্তাদের পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন—




































