
রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে ৩৫ ফুট গভীরে আটকা পড়েছে দুই বছরের শিশু সাজিদ। বুধবার দুপুর দেড়টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সাজিদ স্থানীয় বাসিন্দা রাকিবের ছেলে।
তানোর থানার ওসি শাহীনুজ্জামান জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের টেস্ট বোরিংয়ের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের ধারণা, শিশুটি এখনো জীবিত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী শহর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষায়িত উদ্ধারকারী দল যুক্ত হয়েছে। ইতোমধ্যে পাইপে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বোরিংটির ব্যাস পাঁচ ইঞ্চি এবং গভীরতা প্রায় ৩৫ ফুট। শিশুটি কিছুক্ষণ আগেও সাড়া দিয়েছে বলে জানানো হয়েছে। তাকে বের করতে চারপাশে ভেকু দিয়ে মাটি খোঁড়া হচ্ছে।
ওসি বলেন, “শিশুটিকে জীবিত উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা চলছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়েছে।”
ChatGPT can make mistakes. Check important info.




































