
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে “নতুন দিগন্তের সূচনা” হিসেবে দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই তফসিল দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করেছে, যা সামনে নতুন সম্ভাবনার পথ খুলে দেবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তফসিল অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচনে ব্যালট থাকবে সাদাকালো, আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের—দেশের ইতিহাসে এ ধরনের আয়োজন এবারই প্রথম।
সিইসি ঘোষণায় জানান, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, আর প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। পরদিন ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।
মির্জা ফখরুল বলেন, তফসিলের এই ঘোষণা দেশের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনমুখী পরিবেশ আরও সুসংহত হবে এবং দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার পথ সুগম হবে।








































