বৃহস্পতিবার । ডিসেম্বর ১১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১১ ডিসেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার

নির্বাচন নিয়ে বিএনপিকে তারেক রহমানের কড়া বার্তা


tarek

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না জানিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনকে হালকাভাবে নিলে দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে। বিএনপিকে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সতর্ক ও সংগঠিত হতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

তারেক রহমান বলেন, অনেকে ভাবছিলেন নির্বাচন সহজ হবে। কিন্তু বাস্তবতা এখন ভিন্নভাবে সামনে এসেছে। বিএনপি যদি যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হয়, তাহলে পরিস্থিতি আরও কঠিন হবে।

তিনি জানান, বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ দলীয় উদ্যোগ হলেও মূলত দেশের স্বার্থ ও জনগণের ভবিষ্যৎ চিন্তা করেই এটি প্রণয়ন করা হয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ধানের শীষের পক্ষে জনরায় আনতে হলে সবাইকে মাঠে নামতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি পৌঁছে দিতে হবে। আমরা না গেলে অন্যরা মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে।

তারেক রহমান সকল নেতাকর্মীর প্রতি সর্বোচ্চ আন্তরিকতা, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে হলে বিএনপিকে জনগণের পাশে দাঁড়াতে হবে।