
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে বৈঠকে থাকবেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি নিয়ে জোটের শরিক দলগুলোর সঙ্গে টানাপোড়েনে পড়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনে একসঙ্গে থাকা দলগুলো মনে করছে—মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাদের যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় জোটের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে।
এই অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বসছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন ও জোটভুক্ত দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক।
আলোচনার জন্য বিএনপি’র পক্ষ থেকে জোট শরিক দলগুলোকে ডাকা হয়েছে। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ, গণফোরামসহ অন্যান্য দলও আলোচনায় অংশ নিচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে বৈঠকে থাকবেন।
এদিকে, নির্বাচনের প্রাক্কালে বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। বাকি আসনগুলো জোটের শরিকদের জন্য কি রাখা হয়েছে—সে বিষয়ে দলটি এখনও পরিষ্কার করে কিছু জানায়নি। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল অবশ্য বলেছেন, প্রার্থী ঘোষণা না করা ২৮ আসনের সিংহভাগ জোট শরিকরা পাবেন।






































