
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন আদেশ বিষয়ে গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “তফসিল ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুন এক স্তরে পৌঁছাল। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে—আসন্ন নির্বাচন ও গণভোট সেই পথচলাকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের মতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।”
তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনে স্বাধীনতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখবে বলেই তিনি আশাবাদী। পাশাপাশি নির্বাচন ও গণভোট যাতে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং সম্পূর্ণ স্বচ্ছ হয়—সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
দেশের সব রাজনৈতিক দল, প্রার্থী, মিডিয়া, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের উদ্দেশে প্রধান উপদেষ্টা আহ্বান জানান, “এই নির্বাচন ও গণভোটকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সুযোগ হিসেবে গ্রহণ করুন। মতভেদকে সম্মান করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা—এসবই আমাদের যাত্রাকে আরও স্থায়ী করবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের দোরগোড়ায় দাঁড়িয়ে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণই আমাদের আধুনিক, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ রাষ্ট্র গড়ার লক্ষ্যে পৌঁছে দেবে—এ বিষয়ে আমি সম্পূর্ণ আশাবাদী।”






































