
ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সতর্ক করে বলেছেন, অসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করাও আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করতে গিয়ে তিনি এ সতর্কবার্তা দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিন অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন-সংক্রান্ত গণভোটও। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে দায়িত্বপালনকারী সহকর্মীদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসেবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ বিষয়ে কোনও শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না
প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য।
এবারের নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্যও রয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা। ইতোমধ্যে তিন লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
তফসিল ঘোষণার পর নির্বাচন আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতাও এখানে গুরুত্বপূর্ণ।’





































