শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১১ ডিসেম্বর ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন নায়িকা সোনিয়া


ilias-sonia

ইলিয়াস কাঞ্চনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সোনিয়া। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। নিয়মিতই পরিচিতজনরা তার খোঁজ নিতে সেখানে যাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা সোনিয়া।

দীর্ঘদিন পর ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা নিজের ফেসবুকে শেয়ার করেছেন সোনিয়া। সেখানে তিনি অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা এবং লন্ডনের দিনযাপন নিয়ে বিস্তারিত উল্লেখ করেছেন।

স্ট্যাটাসে সোনিয়া লিখেছেন, ‘ইংল্যান্ডের ব্যস্ততার কারণে অনেকদিন ধরে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়া হয়নি। কথা যোগাযোগ হলেও সামনাসামনি দেখা করার সুযোগ পাইনি। আজ অবশেষে দেখা করতে গেলাম। কিছুদিন চিকিৎসায় বিরতি ছিল, তবে আগামী সপ্তাহ থেকে আবার তার চিকিৎসা শুরু হবে।’

তিনি জানান, কাঞ্চন স্বাভাবিকভাবেই কথা বলছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছেন। ‘ভাইয়া আমার সঙ্গে অনেক কথা বলেছেন। তার পরিবারও খুব আন্তরিকভাবে সময় কাটিয়েছে। চিকিৎসকদের পরামর্শ ছাড়া নতুন কিছু বলা যাচ্ছে না। আপাতত বাংলাদেশে ফেরার কোনো পরিকল্পনাও নেই,’— লিখেছেন সোনিয়া।

ইলিয়াস কাঞ্চন এখন লন্ডনে মেয়ে, জামাই ও নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাচ্ছেন। সঙ্গে রয়েছেন স্ত্রীও। সোনিয়া পোস্টে সবাইকে গুজব না ছড়িয়ে অভিনেতার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।

নব্বই দশকে সোনিয়া ও ইলিয়াস কাঞ্চন একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও কখনো জুটি হননি। ‘ভয়ংকর ৭ দিন’, ‘বিদ্রোহী কন্যা’, ‘বডিগার্ড’, ‘শেষ রক্ষা’সহ বেশ কিছু চলচ্চিত্রে দুজনকে একসঙ্গে দেখা গেছে। বর্তমানে সিনেমা থেকে দূরে থাকলেও ইংল্যান্ডে পরিবার নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করছেন সোনিয়া।