২০০৯ সালে মুক্তি পাওয়া এবং বক্স অফিসে ঝড় তোলা বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আজও সিনেপ্রেমীদের স্মৃতিতে এক উজ্জ্বল নাম। পরিচালক রাজকুমার হিরানির সেই ব্লকবাস্টার ছবিটির র্যাঞ্চো, রাজু আর ফারহানের গভীর বন্ধুত্ব, শিক্ষা ব্যবস্থার প্রতি প্রশ্ন এবং অসাধারণ জীবনবোধের কারণে মুগ্ধ করেছিল কোটি কোটি দর্শককে। সেই ছবি মুক্তির পর দীর্ঘ ১৫ বছর কেটে গেলেও এর দ্বিতীয় পর্ব দেখার জন্য দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার এল সুখবর! খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে এই ছবির বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল।
ভারতীয় গণমাধ্যম এবং একাধিক নির্ভরযোগ্য প্রতিবেদন অনুযায়ী, পরিচালক রাজকুমার হিরানি নাকি ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব নিয়ে আসার প্রস্তুতি চূড়ান্ত করেছেন। এই খবর বলিউডের অন্দরমহলে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে।
সবচেয়ে আনন্দের বিষয় হলো, সিক্যুয়েল কাস্টিংয়ে কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই র্যাঞ্চো অর্থাৎ ফুংসুক ওয়াংড়ুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে। তার বিপরীতে পিয়া শাস্ত্রবুদ্ধি চরিত্রে ফিরছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। শুধু তাই নয়, র্যাঞ্চোর দুই প্রিয় বন্ধু রাজু রস্তোগি ও ফারহানের চরিত্রে ফের একবার জুটি বাঁধছেন যথাক্রমে শরমন যোশি ও মাধবন। এই চার মূল অভিনেতার প্রত্যাবর্তনের খবরে নস্টালজিক দর্শকরা ভীষণ উচ্ছ্বসিত।

বর্তমানে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্যের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। পরিচালক রাজকুমার হিরানি নিজেই চিত্রনাট্যটিকে নিখুঁত রূপ দিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কাজ করছেন। যদিও প্রযোজনা সংস্থা থেকে এখনও আনুষ্ঠানিকভাবে শুটিং শুরুর দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে যেহেতু প্রধান অভিনেতাদের কাস্টিং নিশ্চিত এবং চিত্রনাট্য চূড়ান্ত, তাই ধারণা করা হচ্ছে—খুব শীঘ্রই ছবিটির প্রি-প্রোডাকশন শুরু হবে এবং আগামী বছরের প্রথম দিকেই মূল শুটিং ফ্লোরে যেতে পারে। বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের মতে, সবকিছু ঠিকঠাক চললে এই মেগা প্রজেক্টটি ২০২৭ সালের মাঝামাঝি বা শেষ দিকে দর্শকদের সামনে আসতে পারে। ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলটিও যে বক্স অফিসে নতুন করে ঝড় তুলবে এবং দর্শকদের আরও একবার ভাবনার খোরাক জোগাবে, তা বলার অপেক্ষা রাখে না।






































