
লা লিগায় টানা পয়েন্ট খোয়ানোর পর এবার চ্যাম্পিয়নস লিগেও বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। লিগ পর্বে বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ২–১ গোলে হারলো জাবি আলোনসোর দল। সিটির হয়ে গোল করেন নিকো ও’রিলি ও আর্লিং হলান্ড। রিয়ালের একমাত্র গোলটি আসে রদ্রিগোর পা থেকে।
মাত্র তিন দিন আগে সেলতা ভিগোর বিপক্ষে লিগে হার, শিরোপা দৌড়ে বার্সেলোনার পেছনে পড়ে যাওয়া—সব মিলিয়ে রিয়ালের ওপর চাপ বাড়ছিলই। তার ওপর আবার ইনজুরি সংকটে একে একে ছিটকে যান কারভাহাল, আলেক্সান্ডার-আর্নল্ড ও এদের মিলিতা। আক্রমণভাগেও ছিলেন না এমবাপ্পে। হাঁটুর চোট কাটিয়ে পুরো ফিট না থাকায় তাঁকে বেঞ্চে রাখতে বাধ্য হন আলোনসো।
তবু ম্যাচের শুরুতে এগিয়ে যায় রিয়াল। ২৮ মিনিটে বেলিংহামের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে জাল খুঁজে নেন রদ্রিগো। চলতি মৌসুমে এটি তাঁর প্রথম গোল—মার্চের পর ৩২ ম্যাচে গোলশূন্য থাকার পর অবশেষে পাওয়া স্বস্তি।
কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ৩৫তম মিনিটে কোর্তোয়ার ধরতে না পারা বল কাছ থেকে জালে পাঠান নিকো ও’রিলি। ৮ মিনিট পর রুডিগারের ফাউলে পেনাল্টি পায় সিটি—হলান্ড শীতল ভঙ্গিতে গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধেই আরও গোল হজম করতে পারত রিয়াল, তবে কোর্তোয়ার দুর্দান্ত সেভে রক্ষা পায় দল।
দ্বিতীয়ার্ধেও কোর্তোয়া একাই লড়ে যান। অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। তবে দোন্নারুম্মাকে রিয়াল তেমন পরীক্ষা নিতে পারেনি। একমাত্র বড় সুযোগ আসে ৮৫ মিনিটে—এনদ্রিকের হেড থামিয়ে দেন সিটি গোলরক্ষক।
শেষ দিকে ভিনিসিয়ুস-রদ্রিগো-আর্দা গুলেরার আক্রমণে বার্নাব্যু পরিচিত চাপ তৈরি হলেও সিটির দৃঢ় রক্ষণভাগে সেটি আর ভাঙেনি। মাঠের ধারে রুডিগারের লাল কার্ড চাইতে গিয়ে রেফারির কাছ থেকে হলুদ কার্ডও দেখেন সিটি কোচ পেপ গার্দিওলা।
অবশেষে প্রথমার্ধের ২–১ ব্যবধানই বজায় থাকে ম্যাচের শেষ পর্যন্ত।
৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সিটি দাঁড়িয়েছে চার নম্বরে। সমান ম্যাচে ১২ পয়েন্ট রিয়ালকে নেমে যেতে হয়েছে সাত নম্বরে।








































