শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার

হামজা-সমিতদের পর আসছে আরেক প্রবাসী ফুটবলার


casper-haque

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবলে যোগ হতে যাচ্ছে আরেক প্রবাসী প্রতিভা—ক্যাসপার হক। হামজা চৌধুরী ও সমিতের পর এবার লাল-সবুজের জার্সিতে নিজেকে প্রমাণ করতে মাঠে নামতে চলেছেন লিথুয়ানিয়ায় জন্ম নেওয়া এবং ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ ডিফেন্ডার।

মাত্র ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার বাংলাদেশের মাটিতে পা রাখলেন ক্যাসপার। গত জুনে বাফুফের অনূর্ধ্ব–২৩ দলের ট্রায়ালের জন্য ঢাকায় এলেও পাসপোর্ট সমস্যার কারণে খেলতে পারেননি। গত মাসে সেই জটিলতা দূর হওয়ায় এবার মাঠে নামার সব প্রস্তুতি তার সম্পন্ন।

ক্যাসপার বলেন, “জুনে ট্রায়াল দিয়েছিলাম। কিন্তু পাসপোর্ট না থাকায় নামতে পারিনি। এবার সব প্রস্তুত। বাংলাদেশের হয়ে খেলতে আমি মুখিয়ে আছি।”

ইংল্যান্ডের অষ্টম স্তরের ক্লাব উডলি ইউনাইটেডের হয়ে খেলেন তিনি। আইডল সার্জিও রামোস। জাতীয় দলে সুযোগ পেলে আইকন হামজা চৌধুরী ও বন্ধু জায়ানের সঙ্গে জুটি বাঁধার স্বপ্ন দেখেন এই দীর্ঘদেহী ডিফেন্ডার।

“বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে বাবা সবসময় উৎসাহ দেন,” বলেন ক্যাসপার। “হামজাকে দেখে অনুপ্রেরণা আরও বেড়েছে। আশা করি একদিন একই দলে তার সঙ্গে খেলতে পারব।”