শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
স্পোর্টস ডেস্ক আন্তর্জাতিক ৬ ডিসেম্বর ২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ট্রাম্প


Trump

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রথমবারের মতো চালু করল বার্ষিক ‘শান্তি পুরস্কার’। আর উদ্বোধনী এই সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে পুরস্কারটি তুলে দেন।

ফিফা জানিয়েছে, বিশ্ব শান্তি, মানবিক ঐক্য ও সংঘাত প্রশমনে অসাধারণ ও ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া ব্যক্তিদেরই দেওয়া হবে এই পুরস্কার। সেই বিবেচনায় এবারের প্রথম প্রাপক ট্রাম্প।

পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, “এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছি—কঙ্গোতে যেখানে ১ কোটি মানুষ মারা গিয়েছিল, পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছিল। ভারত–পাকিস্তানের ক্ষেত্রেও যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে আমরা তা ঠেকাতে পেরেছি।”

ট্রাম্প আরও বলেন, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, বিশেষ করে টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়ে। তাঁর ভাষায়, “ফুটবল—বা সকার—এর জন্য এটি একটি অসাধারণ স্বীকৃতি। এখন পৃথিবী আরও নিরাপদ। এক বছর আগে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে ছিল না; আর এখন আমরা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ।”