শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১১ ডিসেম্বর ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন
শেয়ার

চীনে মৃত্যুর পর অঙ্গদানে তরুণদের আগ্রহ বাড়ছে


organ

২০২৪ সালে চীনে মোট ১১ হাজার ২৪৯টি অঙ্গদান রেকর্ড করা হয়

২০২৪ সালে চীনে মৃত্যুর পর অঙ্গদানকারী ব্যক্তির সংখ্যা ৬,৭৪৪ এ পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় সাড়ে ৪ শতাংশ বেশি।

৮ম চায়না-ইন্টারন্যাশনাল অর্গান ডোনেশন কনফারেন্স এবং বেল্ট অ্যান্ড রোড অর্গান ডোনেশন ও ট্রান্সপ্লান্টেশন সহযোগিতা উন্নয়ন সিম্পোজিয়ামে প্রকাশিত ‘চীনে অঙ্গদান ও প্রতিস্থাপন উন্নয়ন রিপোর্ট ২০২৪’ এ তথ্য উঠে আসে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে চীনে ৩ লাখ ৬৪ হাজার মানুষ মৃত্যুর পর অঙ্গদানের জন্য স্বেচ্ছায় নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৭৭ শতাংশই ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ।

২০২৪ সালে চীনে মোট ১১ হাজার ২৪৯টি অঙ্গদান রেকর্ড করা হয়। ওই বছর দেশটিতে ২৪ হাজারেরও বেশি অঙ্গ প্রতিস্থাপন সার্জারি সম্পন্ন হয়েছে।

চায়না ন্যাশনাল অর্গান ডোনেশন অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন কমিটির তত্ত্বাবধানে আয়োজিত তিন দিনের এই সম্মেলন পরিচালনা করে চায়না অর্গান ট্রান্সপ্লান্টেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং চায়না অর্গান ডোনেশন অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার।

সূত্র: সিএমজি