
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআইকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ করার প্রস্তাব পাস করেছে পাঞ্জাবের বিধানসভা। সেনাবিরোধী বক্তব্য ছড়ানোর অভিযোগে আইএসপিআর মহাপরিচালকের তীব্র সমালোচনার পরই মঙ্গলবার (৯ ডিসেম্বর) এই প্রস্তাব গৃহীত হয়।
প্রস্তাবে পিটিআইকে ‘শত্রু রাষ্ট্রের হাতিয়ার’ হিসেবে বর্ণনা করে বলা হয়েছে, দলটি দেশে বিশৃঙ্খলা উসকে দিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগও তোলা হয়।
এতে আরও দাবি করা হয়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক বা অরাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি জানান, পিটিআই দৃষ্টিভঙ্গি না বদলালে তাদের ওপর নিষেধাজ্ঞা বা গভর্নর শাসন জারির মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
সূত্র: ডন









































