শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ ডিসেম্বর ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন
শেয়ার

১৯ দেশ থেকে অভিবাসন স্থগিত করল যুক্তরাষ্ট্র, তালিকায় নেই বাংলাদেশ


US

জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার কারণ দেখিয়ে আফগানিস্তান ও মিয়ানমারসহ ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড, মার্কিন নাগরিকত্বসহ সব ধরনের অভিবাসন আবেদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে এই তালিকায় বাংলাদেশ নেই।

রয়টার্স জানায়, এসব দেশ ইউরোপের বাইরের অঞ্চলভুক্ত এবং তাদের ওপর গত জুনেই আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়েছিল। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন আইনের কড়াকড়ি বাড়াচ্ছেন- বড় বড় শহরে ফেডারেল এজেন্ট পাঠানো ও যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো তারই অংশ।

সরকারি স্মারকে বলা হয়েছে, ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় আফগান বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাসহ সাম্প্রতিক কয়েকটি অপরাধের ঘটনার উদাহরণ তুলে ধরে নথিতে কঠোর পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলো হলো: আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। এসব দেশের নাগরিকদের আবেদন নতুন নিয়মে অতিরিক্ত যাচাই–বাছাই ও প্রয়োজন হলে পুনঃসাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে।

এদিকে ট্রাম্প প্রশাসন নিউইয়র্ক সিটির আটজন ইমিগ্রেশন বিচারককে একসঙ্গে বরখাস্ত করেছে। লোয়ার ম্যানহাটনের ২৬ ফেডারেল প্লাজায় কর্মরত এসব বিচারকের মধ্যে ছিলেন চিফ ইমিগ্রেশন জাজ আমিয়েনা এ খান। প্রশাসন জানিয়েছে, দেশজুড়ে ইমিগ্রেশন বেঞ্চ সংস্কারের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।