শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১০ ডিসেম্বর ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন
শেয়ার

পরিচয়পত্র যাচাই করে কাজের লোক নিতে বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী


Yogi-Adityanath

ভারতের উত্তরপ্রদেশে অবস্থানরত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাসা বা ব্যবসায়িক কাজে কাউকে নিয়োগের আগে পরিচয় যাচাই করতে নাগরিকদের প্রতি আহ্বানও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে যোগী লেখেন, উত্তরপ্রদেশের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও শক্তিশালী আইনশৃঙ্খলা বজায় রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক অভিযান শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘরোয়া বা বাণিজ্যিক কাজে কাউকে নিয়োগ দেওয়ার আগে অবশ্যই তার পরিচয় যাচাই করতে হবে। নিরাপত্তা রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল হওয়ার ওপর জোর দেন তিনি।

মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীরা প্রতারণার মাধ্যমে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে- এমন অভিযোগে রাজ্য প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে সন্দেহভাজন রোহিঙ্গা ও বাংলাদেশিদের বিরুদ্ধে পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে।

এ ছাড়া রাজ্যের ১৭টি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে দ্রুত সন্দেহজনক বিদেশি কর্মীদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।