শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার পর স্কুল ড্রেসে বেরিয়ে যায় গৃহকর্মী


Mother-Daughter

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে সোমবার সকালে মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী সন্দেহে এক তরুণীকে খুঁজছে পুলিশ। বোরকা পরে বাসায় ঢুকে এবং পরে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বেরিয়ে যায় সে।

নিহতরা হলেন- লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)। সকাল সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

চার দিন আগে আয়েশা নাম নিয়ে ওই গৃহকর্মী বাসায় কাজে যোগ দিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭:৫১ মিনিটে তিনি বোরকা পরে বাসায় ঢোকেন এবং ৯:৩৬ মিনিটে স্কুল ড্রেস পরে বেরিয়ে যান।

পুলিশ জানায়, বাসায় ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। বাথরুমে দুটি ধারালো ছুরি উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো দিয়েই হত্যা করা হয়েছে মা–মেয়েকে। এ ঘটনায় ভবনের দারোয়ান মালেককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

নাফিসার বাবা, শিক্ষক আজিজুল ইসলাম জানান, চার দিন আগে গেটে এসে কাজের সন্ধান দেয় মেয়েটি। নিজেদের পরিচয় দিয়ে কাজ পায়। ঘটনার দিন তিনি স্কুলে যাওয়ার পরই হত্যাকাণ্ড ঘটে।

ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, মামলার রহস্য উদ্‌ঘাটনে সিসিটিভি ফুটেজ, আলামত ও প্রাথমিক তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। হত্যাকারী একজনই বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলমান।