শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১২ ডিসেম্বর ২০২৫, ৯:৪০ অপরাহ্ন
শেয়ার

গাজায় শীতকালীন ঝড়ের তাণ্ডব, নিহত কমপক্ষে ১০


gaza

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শীতকালীন ঝড় বায়রন নতুন বিপর্যয় ডেকে এনেছে। ঝড়ের প্রভাবে গাজার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, দেয়াল এবং তাঁবু ধসে পড়েছে। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, উত্তর গাজার বির আন-নাজা এলাকায় ধ্বংসস্তূপ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে এবং দুই শিশুকে আহত অবস্থায় বের করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ এখনও চলছে।

এছাড়া, দেইর এল-বালাহয় উদ্ধারকারী দল নুসাইরাত শিবিরের আল-সুওয়ারাহ কবরস্থানের কাছে পানিভর্তি গর্ত থেকে রেড ক্রিসেন্টের একটি গাড়ি উদ্ধার করেছে।

গাজায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায়, সিভিল ডিফেন্স সতর্ক করেছে যে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে ঝড়ের সময় থাকা নিরাপদ নয়।

গাজা সিটি থেকে আলজাজিরার হানি মাহমুদ জানান, টানা যুদ্ধে বিপর্যস্ত ফিলিস্তিনিরা বর্ষার জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি। বায়রনের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিতে শত শত তাঁবু প্লাবিত হয়েছে। ঝড় তীব্র হওয়ায় মানুষ উপকূল এলাকা ছেড়ে তুলনামূলক নিরাপদ ভবনে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। গত দুই বছর ধরে যে সব দুর্ভোগে মানুষ আছে, তার সঙ্গে প্রকৃতির আরেকটি নতুন যুদ্ধ শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৭০,৩৬৯ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭১,০৬৯ জন আহত হয়েছেন।