
চুরি হওয়া এসব শিল্পকর্ম যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে।
যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিস্টলের একটি জাদুঘর থেকে ছয় শতাধিকের বেশি শিল্পকর্ম চুরি হওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ব্রিস্টল পুলিশের বরাত দিয়ে এ ঘটনাটি প্রকাশ করেছে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম। চুরি হওয়া এসব শিল্পকর্ম যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ প্রতিটি শিল্পকর্মের রয়েছে ‘অসামান্য সাংস্কৃতিক গুরুত্ব’। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে চার সন্দেহভাজন ব্যক্তির ছবি, যাদের পরিচয় শনাক্ত করেছে তদন্তকারীরা।
ঘটনাটি ঘটেছে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর। তবে জাদুঘর কর্তৃপক্ষ ও পুলিশ দেরিতে বিষয়টি প্রকাশ্যে আনার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
ব্রিস্টল নগর কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকারের ভাষায়, চুরি হওয়া জিনিসগুলোর তালিকা দীর্ঘ—মেডেল, ব্যাজ, পিন, নেকলেস, চুড়ি, আংটি, হাতির দাঁতে খোদাই করা নানা নকশা, রুপা ও ব্রোঞ্জের ভাস্কর্য, গৃহসজ্জার সামগ্রী থেকে শুরু করে ভূতাত্ত্বিক নমুনাও রয়েছে এর মধ্যে।
তিনি এএফপিকে বলেন, ‘এই শিল্পকর্মগুলো শুধু ব্রিটেন নয়—বিশ্বের নানা অঞ্চলের ইতিহাস বহন করে। ব্রিটিশ সাম্রাজ্যের দুই শত বছরের উত্থান, এতে যারা ভূমিকা রেখেছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন—সব কিছুর অমূল্য দলিল ছিল এই সংগ্রহ।’
তদন্ত কর্মকর্তা ও ব্রিস্টল পুলিশের জ্যেষ্ঠ কনস্টেবল ড্যান বার্গান জানান, এটি শহরের জন্য অপরিমেয় ক্ষতি। অধিকাংশ চুরি হওয়া শিল্পকর্ম ছিল দান করা, বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যের সময় বিভিন্ন দেশের অভিজাতদের পাঠানো উপহার।
তিনি আরও বলেন, চার সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের ছবি জনসাধারণের সামনে প্রকাশ করা হয়েছে। জনগণের সহায়তায় দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।





































