
ফাইল ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় গত দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কমলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সপ্তাহ জুড়ে ১০ এর ঘরেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, “তেঁতুলিয়া উপজেলাসহ জেলার আশপাশের এলাকায় দ্বিতীয় দিনের মত বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। এই আবহাওয়া পরিস্থিতি আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। সাধারণত ৮–১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নেমে গেলে মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হয়, তবে দিনের তাপমাত্রা বেড়ে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।”
তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের শীতল বাতাস প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। সকালে রোদের ঝলক থাকলেও তাপমাত্রা তেমন বাড়েনি। রাত ও সকালে শীতের কারণে গ্রামের মানুষ শীতবস্ত্র পরিধান করছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা হঠাৎ বেড়ে যাওয়া শীতের তীব্রতায় কষ্টে দিন কাটাচ্ছেন।
এদিকে শীতের তীব্রতায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় দেখা যাচ্ছে। হাসপাতালে আসা রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। গুরুতর অসুস্থরা ভর্তি হচ্ছেন।






































