শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১২ ডিসেম্বর ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
শেয়ার

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্কাইডাইভার


biman-parasute

ছবি: সংগৃহীত

স্কাইডাইভিং করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক স্কাইডাইভার। ১৫ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিতেই ঘটে বিপত্তি। বিমান থেকে লাফ দেওয়ার মুহূর্তে প্রচণ্ড বাতাসে তার প্যারাস্যুট খুলে যায় এবং মুহূর্তেই গিয়ে আটকে পড়ে বিমানের ডানায়। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে।

ঘটনার ভিডিও অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো প্রকাশ করলে তা দ্রুতই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়— বিমানের দরজা দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই প্যারাস্যুট খুলে যায়, আর সেই চাপেই স্কাইডাইভার ছিটকে গিয়ে বিমানটির ডানায় আটকে পড়েন।

বিপজ্জনক অবস্থার মাঝেও অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে ফেরেন তিনি। ডানার সঙ্গে ঝুলে থাকা অবস্থায় ‘হুক নাইফ’ নামের বিশেষ কাটিং টুল ব্যবহার করে নিজেকে মুক্ত করতে সক্ষম হন এবং পরে নিরাপদে মাটিতে অবতরণ করেন।

ঘটনার সময় বিমানে ছিলেন মোট ১৬ জন স্কাইডাইভার। স্কাইডাইভার পি১ ডানায় আটকে গেলে পাইলট বিমানটি নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা করেন। পরিস্থিতি মোকাবিলায় সঙ্গে থাকা এক ক্রু দ্রুত অন্য স্কাইডাইভারদের নিচে ঝাঁপ দিতে নির্দেশ দেন। এতে ১৩ জন তৎক্ষণাৎ লাফিয়ে নামলেও দুইজন বিমানে রয়ে যান। পরে দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন পাইলট।

মাত্র কয়েক সেকেন্ডের ভুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত, তবে শেষ পর্যন্ত সবারই প্রাণ রক্ষা হয় এই নাটকীয় ঘটনাটিতে।