শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৩ ডিসেম্বর ২০২৫, ৭:০০ পূর্বাহ্ন
শেয়ার

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ইতিহাস গড়ল রোহিঙ্গা ভাষার সিনেমা ‘লস্ট ল্যান্ড’


Lost-Land

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘গোল্ডেন ইউসর’ জিতেছে রোহিঙ্গা ভাষার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লস্ট ল্যান্ড’। জাপানি নির্মাতা আকিও ফুজিমোতো পরিচালিত এই চলচ্চিত্রটি উৎসবের শীর্ষ পুরস্কারের পাশাপাশি পেয়েছে ১ লাখ ডলারের প্রাইজমানি।

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘লস্ট ল্যান্ড’-এ নির্যাতনের মুখে পড়া দুটি শিশুর মালয়েশিয়ায় থাকা চাচার কাছে পৌঁছানোর জীবন-মরণ যাত্রার গল্প তুলে ধরা হয়েছে। পুরস্কার প্রদানকালে জুরি বোর্ডের প্রধান শন বেকার বলেন, “চলচ্চিত্রটি বাস্তুচ্যুত শিশুদের দুর্দশাকে অসাধারণ মানবিকতা ও কবিত্বপূর্ণ তাগিদে উপস্থাপন করেছে।”

এর আগে সিনেমাটি চলতি বছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের হরাইজনস বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ারে বিশেষ জুরি পুরস্কার অর্জন করে। রেড সি ফেস্টিভ্যালের পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের শুরুতে অ্যান্থনি হপকিন্স, ইদ্রিস এলবা, ড্যারেন অ্যারোনোফস্কি ও সৌদি নির্মাতা আহদ কামেলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনি ডেপ, সালমান খান ও শাইলিন উডলির মতো আন্তর্জাতিক তারকারা।

এবারের উৎসবে শন বেকারের নেতৃত্বে জুরি বোর্ডে ছিলেন রিজ আহমেদ, নাওমি হ্যারিস, ওলগা কুরিলেঙ্কো ও নাদিন লাবাকি। জুরিদের মতে, এবারের নির্বাচিত ছবিগুলো ছিল “জরুরি ও গভীরভাবে প্রাসঙ্গিক”।

‘সিনেমার প্রতি ভালোবাসা’—এই স্লোগান সামনে রেখে গত ৪ ডিসেম্বর শুরু হয় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর। এবারের উৎসবে বিশ্বের ৮০টিরও বেশি দেশের ১১১টি সিনেমা প্রদর্শিত হয়।

একনজরে ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ীরা

গোল্ডেন ইউসর (সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র): লস্ট ল্যান্ড — আকিও ফুজিমোতো

সিলভার ইউসর (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র): অল দ্যাটস লেফট অফ ইউ — চেরিয়েন দাবিস

ইউসর জুরি পুরস্কার: হিজরা — শাহাদ আমিন

ইউসর সেরা পরিচালক: আমির ফখের এলদিন — ইউনান

ইউসর সেরা চিত্রনাট্য: সিরিল অ্যারিস ও বেন ফাকিহ — আ স্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড

ইউসর সেরা অভিনেতা: জর্জ খাব্বাজ — ইউনান

ইউসর সেরা অভিনেত্রী: সিও সু-বিন — দ্য ওয়ার্ল্ড অব লাভ

আশরাক সেরা তথ্যচিত্র: ইন-আই ইন মোশন — জুলিয়েট বিনোচে

আল উলা অডিয়েন্স অ্যাওয়ার্ড (সৌদি চলচ্চিত্র): হিজরা — শাহাদ আমিন

আল উলা অডিয়েন্স অ্যাওয়ার্ড (অ-সৌদি চলচ্চিত্র): মাই ফাদার’স সেন্ট — মোহাম্মদ সিয়াম

গোল্ডেন ইউসর (সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): কোয়োটস — সৈয়দ জাঘা

ইউসর সিনেমাটিক অ্যাচিভমেন্ট: নাইটটাইম সাউন্ডস — ঝ্যাং ঝংচেন