শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৩ ডিসেম্বর ২০২৫, ৬:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প


Thai-Combodia-Trump

থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত এলাকায় সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেন ট্রাম্প। ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, দুই দেশ অবিলম্বে সংঘর্ষ বন্ধে সম্মত হয়েছে।

নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় প্রস্তুত শান্তি চুক্তিতে ফিরে যেতে রাজি হয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। ওই চুক্তিতে ট্রাম্পসহ তিন পক্ষের স্বাক্ষর রয়েছে।

সপ্তাহজুড়ে চলা সংঘর্ষে দুই দেশের সীমান্ত এলাকায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিরোধপূর্ণ সীমান্তের দুই পাশে প্রায় পাঁচ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।

এর আগে গত জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি হলেও নভেম্বরে তা স্থগিত করে থাইল্যান্ড। সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সেনা আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই থেমে থেমে সংঘর্ষ চলছিল।

অক্টোবরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ানের সম্মেলনের ফাঁকে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। সে সময় চুক্তিতে স্বাক্ষর করেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও।

সূত্র: আল–জাজিরা