শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৩ ডিসেম্বর ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ১০ বছরের কারাদণ্ড


malaysia-court

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবাদী সংগঠন ‘দায়েশ’-কে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন ও প্রচারের দায়ে মালয়েশিয়ায় এক বাংলাদেশি নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির কুয়ালালামপুর হাইকোর্ট। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মোহাম্মদ দিদারুল আলম (২৯)। তিনি পেশায় একজন রেস্তোরাঁকর্মী।

স্থানীয় সময় শুক্রবার (১২ ডিসেম্বর) কুয়ালালামপুর হাইকোর্ট এই রায় ঘোষণা করেন। আদালতে দিদারুল আলম স্বীকার করেন যে, তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘দায়েশ’-এর প্রচারমূলক পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। তার এই স্বীকারোক্তির ভিত্তিতেই আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।

হাইকোর্টের বিচারক আজহার আব্দুল হামিদ রায়ে বলেন, দিদারুলের সাজা চলতি বছরের ২১ জুলাই গ্রেপ্তারের দিন থেকেই কার্যকর হবে। সাজা ভোগ শেষে তাকে তাৎক্ষণিকভাবে নিজ দেশ বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশও দেন আদালত।

আদালত সূত্র জানায়, দিদারুল আলমের বিরুদ্ধে মালয়েশিয়ার পেনাল কোডের ১৩০জে (১)(এ) ধারায় অভিযোগ আনা হয়েছিল। এই ধারায় সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানার বিধান রয়েছে। বুকিত আমান পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখা চলতি বছরের ২৭ মে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

পুলিশি তদন্তে উঠে আসে, অভিযুক্ত তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে নিয়মিতভাবে ‘দায়েশ’-এর প্রচারণা চালিয়েছেন। বাংলা ভাষার অনুবাদকের বিশ্লেষণ প্রতিবেদনে তার অ্যাকাউন্টে সংগঠনটির প্রচারমূলক ভিডিও, বক্তব্য ও ছবি শেয়ারের বিষয়টি নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপক্ষের ডেপুটি পাবলিক প্রসিকিউটর আফতাল মারিজ মোহামেদ আদালতে আসামির জন্য কঠোর শাস্তির আবেদন জানান। তিনি বলেন, “দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ এমন অপরাধে এই সাজা আসামি ও অন্যান্য বিদেশিদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।”

তিনি আরও বলেন, দিদারুলের আগে কোনো অপরাধের রেকর্ড না থাকলেও তার এই কর্মকাণ্ড মালয়েশিয়ার নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।

অন্যদিকে আইনজীবী ছাড়াই আদালতে হাজির হয়ে দিদারুল আলম সর্বনিম্ন শাস্তির আবেদন করেন। তিনি পরিবারের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে তার বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব তার ওপর। নিজের ভুল স্বীকার করে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, “আমি কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় এসেছিলাম, আমার ভুলের জন্য আমি অনুতপ্ত।”