শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৩ ডিসেম্বর ২০২৫, ৬:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি


t2-double-century

স্কট এডওয়ার্ডস। ছবি সংগৃহীত

টি–টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়ে আলোচনায় নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। অস্ট্রেলিয়ার একটি ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টে মাত্র ৮১ বলে ২২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডে ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে ওপেনিংয়ে নামেন অ্যাডওয়ার্ডস। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ডাচ অধিনায়ক। ইনিংসে তিনি হাঁকান ২৩টি ছক্কা ও ১৪টি চার। তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৮২.৭১।

ইনিংসের প্রথম ওভারেই ১১ রান নেন অ্যাডওয়ার্ডস। চতুর্থ ওভারে পেস বোলিং অলরাউন্ডার প্রিন্স চৌহানের বিরুদ্ধে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে পুরোপুরি ছন্দে ফেরেন তিনি। এরপর পরপর দুই ছক্কায় মাত্র ২৩ বলে অর্ধশতক পূর্ণ করেন।

শতক থেকে মাত্র এক রান দূরে থাকতে ওপেনিং সঙ্গী ল্যাকলান ব্যাঙ্গসকে হারান অ্যাডওয়ার্ডস। তখন ১১ ওভারে আলটোনার সংগ্রহ ছিল ১৫০ রান। ব্যাঙ্গস আউট হওয়ার তিন বল পর একটি সিঙ্গেল নিয়ে শতক পূর্ণ করেন তিনি। তবে এখানেই থামেননি। ম্যাচের ১৭তম ওভারে তার ১৫০ রান পূর্ণ হয় এবং সেখান থেকে আরও ভয়ংকর হয়ে ওঠে তার ব্যাটিং।

ইনিংসের শেষ চার ওভারে অ্যাডওয়ার্ডস একাই ১৪টি বাউন্ডারি মারেন, যার মধ্যে ১২টিই ছিল ছক্কা। ১৬ ওভার শেষে আলটোনার স্কোর দাঁড়ায় ২১২–২, আর পুরো ইনিংস শেষে দলটি তোলে বিশাল ৩০৪–২ রান। অ্যাডওয়ার্ডস অপরাজিত থাকেন ২২৯ রানে।

যদিও প্রথম গ্রেড ক্রিকেটকে আনুষ্ঠানিক টি–টোয়েন্টির স্বীকৃতি না দেওয়ায় এই ইনিংসটি রেকর্ড বইয়ে স্থান পাচ্ছে না। তা না হলে এটি হতো টি–টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। বর্তমানে পুরুষদের আনুষ্ঠানিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর ২০১৩ সালে ক্রিস গেইলের করা ১৭৫* রান। উল্লেখযোগ্য বিষয় হলো, অ্যাডওয়ার্ডসের আনুষ্ঠানিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর এখনো ৯৯, এমনকি পেশাদার ক্রিকেটে কোনো ফরম্যাটেই তার শতক নেই।

ম্যাচে শেষ পর্যন্ত আলটোনা ১৮৬ রানে জয় পায়। তারা উইলিয়ামস ল্যান্ডিংকে ১১৮ রানে অলআউট করে দেয়, যা ছিল অ্যাডওয়ার্ডসের ব্যক্তিগত সংগ্রহের অর্ধেকের একটু বেশি। পয়েন্ট টেবিলে আলটোনা রয়েছে দ্বিতীয় স্থানে, আর ছয় দলের মধ্যে উইলিয়ামস ল্যান্ডিং অবস্থান করছে চতুর্থ স্থানে।