বুধবার । জুন ২৫, ২০২৫
স্টাফ রিপোর্টার খেলা ১ জুন ২০২৫, ৬:১৭ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল


বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল
চলমান পাকিস্তান সফরে বাংলাদেশ হেরেছে বাজে ভাবে। তবে এই সিরিজ শেষে এবার বাংলাদেশে ফিরছে ক্রিকেটের উত্তেজনা। জানা গেছে, আসন্ন জুলাইয়ে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরের প্রাথমিক সময়সূচিও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, আগামী ১৮ জুলাই ঢাকা পৌঁছাবে পাকিস্তান দল। সফরের পুরো সিরিজটি আয়োজন করা হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী:

প্রথম টি-টোয়েন্টি: ২০ জুলাই
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২২ জুলাই
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি: ২৪ জুলাই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিক সূচি চূড়ান্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে, যা দুই বোর্ডের সম্মতিতেই ঠিক হয়েছে বলে জানা গেছে।

এই দ্বিপাক্ষিক সিরিজের মূল লক্ষ্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল গুছিয়ে নেয়া। দু’দেশের বোর্ড প্রধানদের বৈঠকে চূড়ান্ত হয়েছে এই সূচি, যেখানে দুই দলই এই সিরিজকে বড় মঞ্চের প্রস্তুতি হিসেবেই দেখছে।

বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান দল পাড়ি দেবে ওয়েস্ট ইন্ডিজে। সে সফরেও থাকবে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের ব্যস্ত সূচি।

বাংলাদেশ দল বর্তমানে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। আজ রাতে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। তার আগেই পরবর্তী দ্বিপাক্ষিক সিরিজের খবর ক্রিকেট মহলে এনে দিয়েছে নতুন উত্তেজনা।