
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের ৩৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ে দুবাইয়ে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ২৮৪ রানের লক্ষ্য তাড়া করে জেতে বাংলাদেশের যুবারা। এর আগে যুব এশিয়া কাপে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ২৬০ -যা ২০২১ সালে ভারত এবং ২০২৩ সালে পাকিস্তান গড়েছিল।
টসে জিতে ব্যাটিং নিয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৩ রান তোলে। ৯৪ বলে ১০৩ রানের ইনিংস খেলা শিনোজাদা বাংলাদেশের বিপক্ষে যুব ওয়ানডেতে নিজের তৃতীয় সেঞ্চুরি করেন।
রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ ২৬.৪ ওভারে ১৫১ রানের জুটি গড়ে ম্যাচের ভিত গড়ে দেন। রিফাত বেগ ৬৮ বলে ৬২ রান করে ফিরলেও জাওয়াদ আবরার সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়ে ১১২ বলে ৯৬ রান করে আউট হন।
মাঝপথে একাধিক উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষদিকে ঠান্ডা মাথায় খেলেন শেখ পারভেজ ও শাহরিয়ার আহমেদ। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় যুক্ত হলো। সোমবার নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।








































