শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
শেয়ার

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত


ISPR

ফাইল ছবি

সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত এবং আরো আট জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত দশটায় আইএসপিআর’র বিবৃতিতে আরও বলা, সেখানে এখনো যুদ্ধ চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে।