শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
শেয়ার

সোনার দাম ভরিতে বাড়লো ৩ হাজার ৪৪২ টাকা


gold

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৪৪২ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (১৩ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। ফলে দু’দফায় মোট ৪ হাজার ৪৯২ টাকার বৃদ্ধি পেয়েছে। নতুন দাম নির্ধারণের সঙ্গে সঙ্গে অন্যান্য ক্যারেটের সোনার দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩০১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ পাঁচ হাজার ৮০০ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দামও ২ হাজার ৮২৩ টাকা বেড়ে এক লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪১৪ টাকা বাড়িয়ে নতুন করে এক লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, সোনার বাজারে ক্রমবর্ধমান চাহিদা এবং আন্তর্জাতিক বাজারের প্রভাব বিবেচনা করে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বৃদ্ধির ফলে ক্রেতাদের পক্ষে সোনার খরচ বেড়ে যাবে, তবে সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে প্রয়াস অব্যাহত থাকবে।

তবে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রেতাদের সঠিক তথ্য জানাতে এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মূল্যপর্যালোচনা করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে সোনার বাজারে হঠাৎ মূল্যস্ফীতি রোধ এবং ক্রেতাদের অধিকার সুরক্ষিত রাখার চেষ্টা করা হচ্ছে।