
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা শিবিরের লোক—ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর এমন বক্তব্যকে সম্পূর্ণ অসত্য ও বোগাস বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “আমি এ ধরনের কোনো কথা বলিনি। এগুলো ভুয়া ও বোগাস কথাবার্তা। ইতোমধ্যে এ বিষয়ে একটি রিজয়েন্ডার দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এআই দিয়ে তৈরি করা একটি ছবি ছড়িয়ে দিয়ে তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রিজভী ডিএমপি কমিশনারের বরাতে এসব মন্তব্য করেন। বক্তব্যে তিনি বলেন, ঘটনার এক-দেড় ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বক্তব্য ও ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।
রিজভী আরও দাবি করেন, পুলিশ কমিশনার নাকি বলেছেন হামলাকারী শিবিরের সঙ্গে যুক্ত। তিনি বলেন, “এটা বিএনপির কোনো নেতার বক্তব্য নয়, রাষ্ট্রের তদন্তকারী সংস্থার কথা হিসেবে বলা হয়েছে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তদন্ত শেষ হওয়ার আগেই একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসের নাম জড়িয়ে অপপ্রচার চালিয়েছে।
তিনি অভিযোগ করেন, হাদির ওপর হামলাকারী আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। এ ছাড়া দেখা গেছে, সে সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে বসে চা খাচ্ছিল। তিনি বলেন, যারা ১৯৭১ সালে গণহত্যা ও মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের কাছে বিবেকবোধের কোনো অস্তিত্ব নেই।
তবে ডিএমপি কমিশনার স্পষ্ট করে বলেছেন, তার নাম ব্যবহার করে যে বক্তব্য প্রচার করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় প্রকৃত তথ্য উদঘাটনে আইনানুগ তদন্ত চলমান রয়েছে।




































