শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৩ ডিসেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার

ব্যবস্থাপক পদে মোনালিসা


Monalisa

একসময় শোবিজের ব্যস্ত ও পরিচিত মুখ মোনালিসা অভিনয় ও মডেলিং ছেড়ে বহু আগেই প্রবাসজীবন বেছে নেন। যুক্তরাষ্ট্রে পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এবার কর্মজীবনে নতুন সাফল্য অর্জন করেছেন তিনি।

আন্তর্জাতিক একটি প্রসাধনসামগ্রী প্রতিষ্ঠানে টানা ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করে নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছেন মোনালিসা। শুক্রবার থেকেই শুরু হয়েছে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।

ফেসবুকে এক পোস্টে তিনি জানান, কঠোর পরিশ্রমের ফলেই আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন এবং নতুন দায়িত্ব নিয়ে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। অভিনয় ও মডেলিংয়ের প্রতি ভালোবাসা থাকলেও মেকআপই তাঁর মূল প্যাশন বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, একসময় নাটক, বিজ্ঞাপন ও মডেলিংয়ে নিয়মিত দেখা গেলেও হঠাৎ শোবিজ ছাড়েন মোনালিসা। অভিনয় থেকে পুরোপুরি সরে না গেলেও তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির অপেক্ষায় রয়েছে।