শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট বিনোদন ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শেয়ার

রটারড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত ‘দেলুপি’


Delupi

মর্যাদাপূর্ণ রটারড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ব্রাইট ফিউচার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ছবি ‘দেলুপি’। আগামী বছরের ২৯ জানুয়ারি শুরু হয়ে ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যামে ‌‘রটারড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে।

‘দেলুপি’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম ছবি। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনে তরুণ এই পরিচালককে।

দেলুপি ছবির গল্প লিখেছেন অমিত রুদ্র এবং পরিচালক নিজে।

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের নাম থেকে চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে দেলুপি। সিনেমার গল্প, বেশির ভাগ চরিত্রই ইউনিয়নের মানুষের মধ্য থেকে উঠে এসেছে। ছবিটি প্রথম মুক্তি পায় খুলনায় চলতি বছরের ৭ নভেম্বর। এর এক সপ্তাহ পর ১৪ নভেম্বর থেকে ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

একটা রাজনৈতিক পটপরিবর্তন। আর তার প্রায় কাছাকাছি সময়ে দেখা দেওয়া আকস্মিক বন্যায় দেলুপির মানুষ হতভম্ব। শুরু হয় নতুন করে বেঁচে থাকার সংগ্রাম। আর প্রাকৃতিক ও রাজনৈতিক, এই দুই দুর্যোগ যেভাবে দেলুপির মানুষজন মোকাবিলা করে, সে গল্প নিয়েই এই চলচ্চিত্র।