
বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস দলে শক্তি বাড়াতে ব্যস্ত সময় পার করছে। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দলটি। সরাসরি চুক্তি ও নিলাম থেকে একাধিক মানসম্পন্ন ক্রিকেটার দলে ভেড়ানোর পর এবার তারা যুক্ত করেছে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে।
দলটির ম্যানেজমেন্ট সূত্র জানায়, বিপিএলের শুরু থেকেই নোয়াখালীর জার্সিতে মাঠে নামতে সম্মতি দিয়েছেন নবী। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত এই তারকা অলরাউন্ডারের উপস্থিতি দলকে বাড়তি আস্থা দেবে বলেই মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে গুঞ্জন উঠেছে, নবীর ১৯ বছর বয়সী ছেলে হাসান ঈশাখিলও নাকি বিপিএলের কোনো একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পারেন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এর আগে নোয়াখালী এক্সপ্রেস সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সৌম্য সরকার, হাসান মাহমুদ, কুশল মেন্ডিস ও জনসন চার্লসকে। নিলাম থেকেও তারা দলে নিয়েছে জাকের আলী, মাহিদুল অঙ্কন, হাবিবুর রহমান সোহান এবং শেখ মেহেদীকে।
চলতি আসরের বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে। এরপর চট্টগ্রামে ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকায় গ্রুপ পর্ব শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার পর্ব। ২৩ জানুয়ারি ঢাকাতেই অনুষ্ঠিত হবে বিপিএলের জমকালো ফাইনাল।









































