শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৪ ডিসেম্বর ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

৩৫৮ রানের পাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারলো ভারত


india-south-africa

সংগৃহীত ছবি

৩৫৮ রানের বিশাল সংগ্রহ গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হার এড়াতে পারলো না ভারত। প্রোটিয়ারা দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ৪ বল বাকি থাকতেই ৪ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায়।

জয়পুরে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ভারতের দেওয়া ৩৪৯ রানের জবাবে ৩৩২ রানে থেমে হারের তিক্ত স্বাদ পেয়েছিল তারা। তবে এবার আর শেষ মুহূর্তে ভুল করেনি প্রোটিয়া ব্যাটাররা।

৩৫৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আউট হন কুইন্টন ডি কক—৮ রানে বিদায় নেন তিনি। এরপর মারক্রাম ও টেম্বা বাভুমার ১০১ রানের জুটি দলকে চাপমুক্ত করে। বাভুমা ৪৮ বলে ৪৬ রান করে আউট হলে ভাঙে এ জুটি।

পরে মারক্রাম ও ম্যাথিউ ব্রিজটেক যোগ করেন আরও ৬০ রান। ব্যক্তিগত ১১০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন এইডেন মারক্রাম। ৯৮ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। ব্রিজটেক খেলেন ৬৪ বলে ৬৮ রানের কার্যকরী ইনিংস।

মধ্য ও শেষভাগে ডেওয়াল্ড ব্রেভিস ৩৪ বলে ৫৪ রানের ঝড় তোলেন। টনি ডি জর্জি ১১ বলে ১৭ রান করেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ম্যাচ শেষ করেন করবিন বোশ—১৫ বলে অপরাজিত ২৯ রান। কেশভ মহারাজ যোগ করেন আরও ১৪ বলে ১০ রান। ভারতের হয়ে প্রাসিদ কৃষ্ণা নেন সর্বোচ্চ ২ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে ভারত। বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়ের দুর্দান্ত জোড়া সেঞ্চুরির ওপর ভর করে দলটি ৩৫৮ রানের বড় স্কোর গড়ে। কোহলি ৯৩ বলে ১০২ রান করেন এবং ৮৩ বলে ১০৫ রানের ঝলমলে ইনিংস খেলেন গায়কোয়াড়। শেষদিকে লোকেশ রাহুল অপরাজিত থাকেন ৬৬ রানে।