শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২ ডিসেম্বর ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
শেয়ার

দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের


bangladesh

ছবি: সংগৃহীত

জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ১১৮ রান। সেই লক্ষ্যে ব্যাট হাতে নেমেই তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিল আয়ারল্যান্ডকে। মাত্র ১৩.৪ ওভারে, ৩৮ বল হাতে রেখেই জয় তুলে নিলো টাইগাররা।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হারায় সিরিজ নিয়ে শঙ্কা তৈরির পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী, আর সেই ম্যাচে দাপট দেখিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো লিটন দাসরা।

ব্যাট হাতে ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। পারভেজ হোসেন ইমন খেলেন ২৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস। আউট হওয়া দুই ব্যাটার সাইফ হাসান করেন ১৪ বলে ১৯, লিটন দাস করেন ৭ রান।

মাত্র ৪৬ রানে দ্বিতীয় উইকেট পড়লেও বাকিটা কাজ অনায়াসেই সেরে দেন তানজিদ তামিম ও ইমন। তাদের অনবদ্য ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত করে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। পল স্টার্লিং ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করলেও বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। টিম ট্যাক্টর করেন ১০ বলে ১৭; জর্জ ডকরেল ২৩ বলে ১৯ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনিও থামেন শরিফুল ইসলামের বলে।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজ ও রিশাদ হোসেন নেন ৩টি করে উইকেট। শরিফুল ইসলাম নেন ২ উইকেট, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন ১টি করে উইকেট।