
ভারতের পক্ষ থেকে হাইকমিশনার তলবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৭ ডিসেম্বর) তাকে মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এর আগে চলতি সপ্তাহে গেলো সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের মাত্র দুই দিনের ব্যবধানে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে নেওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ভারতের পক্ষ থেকে হাইকমিশনার তলবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। তবে কূটনৈতিক মহলের ধারণা, সম্প্রতি ঢাকায় এক রাজনৈতিক নেতার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
প্রসঙ্গত, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি এক সমাবেশে ভারতের প্রতি কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার মাধ্যমে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সর্বদলীয় সমাবেশে দেওয়া ওই বক্তব্য ঘিরে দেশ-বিদেশে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, এই বক্তব্যের প্রতিক্রিয়াতেই ভারত বাংলাদেশি হাইকমিশনারকে তলব করেছে।




































