
গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর গুলশানে তার জন্য বাসভবন ও অফিস প্রস্তুত করেছে বিএনপি। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায় তিনি উঠবেন। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দলীয় সূত্র জানায়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। পাশাপাশি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য পৃথক চেম্বার প্রস্তুত করা হয়েছে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর একটি চারতলা ভবন ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে নতুন এই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসার সামনে ইতোমধ্যে নিরাপত্তা ছাউনি স্থাপন এবং সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তাকর্মীরা জানান, তারেক রহমান সেখানে অবস্থান করবেন বিধায় এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় তারেক রহমানকে কীভাবে অভ্যর্থনা জানানো হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক একটি জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচির মাধ্যমে দেশ-বিদেশের নাগরিকদের এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে নিজেদের ভাবনা ও পরিকল্পনা উপস্থাপনের সুযোগ দেওয়া হবে। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্য থেকে শীর্ষ ১০ জনকে তারেক রহমানের সঙ্গে সরাসরি আলাপচারিতার সুযোগ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য এবং মিডিয়া সেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






































