
মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সশস্ত্র বাহিনীর আটজন সাবেক ও দুইজন কর্মরত কর্মকর্তার একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। তারা বিজয় দিবসের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন।
একইসঙ্গে পারস্পরিক সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বাংলাদেশের আটজন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দুইজন কর্মরত কর্মকর্তার সমন্বয়ে একটি প্রতিনিধি দল ১৪ ডিসেম্বর ভারতের কলকাতায় পৌঁছেছে। তারা সেখানে ভারতের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সফরকালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ভারতীয় বীর যোদ্ধা ও ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এসব কর্মকর্তা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অন্যদিকে, ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই বিনিময় সফরের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি পুনরুজ্জীবিত করা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে গড়ে ওঠা ঐতিহাসিক বন্ধন আরও দৃঢ় হবে। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর যৌথ আত্মত্যাগকে সম্মান জানানো হবে।



































