সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৫ ডিসেম্বর ২০২৫, ৭:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

মেসির সঙ্গে ছবি ঘিরে বিতর্ক, শুভশ্রীর পাশে রাজ চক্রবর্তী


Suvoshee-Messi

‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর অংশ হিসেবে কলকাতা সফরে এসে এক অনুষ্ঠানে অংশ নেন ফুটবল তারকা লিওনেল মেসি। সেখানে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে তার সাক্ষাৎ ও একসঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

মেসির সঙ্গে ছবি পোস্ট করে শুভশ্রী ‘G.O.A.T’ উল্লেখ করায় নেটিজেনদের একাংশ কটাক্ষ ও ট্রল শুরু করে। সমালোচনার মুখে তিনি পরে ক্যাপশন সংশোধন করেন। এ ঘটনায় শুভশ্রীর পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন তার স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তী।

রাজ চক্রবর্তী বলেন, একটি ছবি পোস্ট করাই শুভশ্রীর ‘অপরাধ’ হয়ে দাঁড়িয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক। তিনি ট্রল সংস্কৃতির সমালোচনা করে বলেন, অভিনেত্রী হওয়ায় কেউ ফুটবলের ভক্ত হতে পারবেন না- এমন ধারণা সংকীর্ণ মানসিকতার পরিচয়। একই সঙ্গে তিনি অনুষ্ঠানের ব্যবস্থাপনার ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন এবং ব্যক্তিগত আক্রমণ নয়, গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।