
নজরদারি কিংবা তথ্য সংগ্রহের জন্য এতে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা ও সেন্সর
পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করলো চীনের উচ্চক্ষমতা ও গতিসম্পন্ন মানববিহীন আকাশযান ‘সিএইচ-৭’। দেশটির উত্তর-পশ্চিমের একটি বিমানবন্দরে এ পরীক্ষা করা হয়।
ড্রোনটি নকশা এবং সক্ষমতার জন্য বিশেষভাবে পরিচিত। নজরদারি কিংবা তথ্য সংগ্রহের জন্য এতে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা ও সেন্সর। অনেক বেশি উচ্চতায় এটি দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে পারে।
যে কোনও জটিল পরিস্থিতিতে ভূমি পর্যবেক্ষণ এবং ডেটা সহায়তার প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম অত্যাধুনিক এই ড্রোন।
পরীক্ষামূলক উড্ডয়ন সফলতার সঙ্গে অতিক্রম করলে ড্রোনটির আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন গবেষকরা। এর মধ্যে থাকবে উড্ডয়ন পারফরম্যান্স পরীক্ষা এবং পেলোডের কার্যকারিতা যাচাই।








































