রবিবার । ডিসেম্বর ১৪, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৪ ডিসেম্বর ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২


US-University

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন। এখনো হামলাকারীকে আটক করা যায়নি।

স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মেয়র ব্রেট স্মাইলির বরাতে জানা গেছে, কালো পোশাক পরা সন্দেহভাজন হামলাকারী পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাস্থলে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

হামলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে লুকিয়ে থাকতে নির্দেশ দেয়। তবে পুলিশ তল্লাশি চালিয়েও সংশ্লিষ্ট ভবনে বন্দুকধারীকে পায়নি।

হামলাকারী গ্রেপ্তারের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ালেও পুলিশ তা নিশ্চিত করেনি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা