শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে আবারও গ্রেপ্তার করল ইরান


Nirgis Mohammodi

তিনি এখন পর্যন্ত ১৩ বার গ্রেপ্তার হয়েছেন এবং পাঁচ মামলায় ৩০ বছরের বেশি কারাদণ্ড পেয়েছেন

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে ইরানের উত্তর–পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তার সমর্থকেরা।

শুক্রবার নার্গিস ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি রহস্যজনকভাবে মারা যাওয়া মানবাধিকার আইনজীবী খসরু আলিকোর্দির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে গেলে ৫৩ বছর বয়সী মোহাম্মদিকে আটক করা হয়।

এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। তাকে আবার কারাগারে পাঠানো হবে কি না, সেটিও নিশ্চিত নয়।

নার্গিস মোহাম্মদির সমর্থকদের দাবি, নিরাপত্তা বাহিনী মোহাম্মদিকে জোরপূর্বক আটক করে এবং একই সময় আরও কয়েকজন অধিকারকর্মীকেও গ্রেপ্তার করা হয়।

স্মরণসভাটি আয়োজন করা হয়েছিল ৪৬ বছর বয়সী আইনজীবী খসরু আলিকোর্দিকে শ্রদ্ধা জানাতে। চলতি মাসে তাকে তার কার্যালয়ে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় কর্মকর্তারা বলছেন, তিনি হৃদরোগে মারা গেছেন।

নার্গিস ফাউন্ডেশন এক বিবৃতিতে স্মরণসভায় অংশ নেওয়া সবাইকে দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, এ ধরনের গ্রেপ্তার মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে।

নরওয়েজিয়ান নোবেল কমিটিও মোহাম্মদির দ্রুত মুক্তি দাবি করেছে। এক বিবৃতিতে তারা তার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

দীর্ঘদিনের অসুস্থতার কারণে ২০২৪ সালের ডিসেম্বরে মোহাম্মদিকে চিকিৎসার জন্য সাময়িকভাবে কারাগার থেকে ছুটি দেওয়া হয়েছিল। তার হাড় ও হৃদযন্ত্রের চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে আরও অন্তত ছয় মাস চিকিৎসাজনিত ছুটিতে রাখা প্রয়োজন।

নার্গিস মোহাম্মদি পেশায় প্রকৌশলী। তিনি এখন পর্যন্ত ১৩ বার গ্রেপ্তার হয়েছেন এবং পাঁচ মামলায় দোষী সাব্যস্ত হয়ে মোট ৩০ বছরের বেশি কারাদণ্ড পেয়েছেন। সর্বশেষ ২০২১ সালে এক নিহত প্রতিবাদকারীর স্মরণসভায় অংশ নেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।