শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

ভোট দিতে নিবন্ধিত হলেন ৩ লাখ ৪০ হাজার প্রবাসী


postal-vote-bd

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার ৬৪৩ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১০টা ২৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার ৬৪৩ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ১৬ হাজার ৩৩৯ জন পুরুষ ও ২৪ হাজার ৩০৪ জন নারী রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের ৯৫ হাজার ৬৮০ জন, এরপর রয়েছে কাতার। এই দেশ থেকে ৩০ হাজার ৩৩৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২১ হাজার ৯২১ জন ও যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২১ হাজার ২৮২ প্রবাসী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়।